টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপটা ভালোভাবেই শুরু করেছিল পাকিস্তান। কিন্তু এরপর টানা দুই ম্যাচে হার দেখেছে তারা। ভারতের সঙ্গে ৭ উইকেটে হারের পর গতকাল অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ৬২ রানে। বেঙ্গালুরুতে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৩০৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।
পাকিস্তানের এমন হারে হতাশ দেশটির সাবেক গতিতারকা শোয়েব আখতার। পাকিস্তান আসলেই সেমিফাইনাল খেলার মতো দল কি না, সে প্রশ্নও তুলেছেন শোয়েব। এ সময় দলের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেরই সমালোচনা করেন শোয়েব।