কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কাঁটাতারের ক্ষত, আগমনী-বিজয়া আর উৎসে ফেরার গল্প মণ্ডপে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩, ২১:৪৯

মা চলেছেন ভিটেমাটি আর জন্মভূমি ছেড়ে। সঙ্গে ছেলেমেয়েরা। বড় বোনের কোলে ছোট ভাই। কাঁধে কাপড় চোপড়। আর মায়ের কোলে প্রতিমা। অনিশ্চিত যাত্রার দিনেও ভরসা যে, সেই তো মা- দেবী দুর্গা।


ব্রিটিশদের শাসন-শোষণ, মুক্তিকামী তারুণ্যের আত্মদান, যন্ত্রণার দেশভাগ, ভিটেমাটি ছাড়া উদ্বাস্তু জীবন- এমন আবহে সেজেছে চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার শিববাড়ী (শ্মশানেশ্বর শিব বিগ্রহ) মন্দিরের এবারের দুর্গা পূজার মণ্ডপ।


তাদের এবারের ভাবনা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীতে দুই বাংলার বিভক্তির গল্প নিয়ে ‘কাঁটাতার’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও