কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রিহ্যাব পর্ষদের মেয়াদ পাঁচ মাস বাড়ছে

প্রথম আলো প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ২০:৪৩

দেশের আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (রিহ্যাব) একের পর এক ঘটনা ঘটছে। গত মাসে ২০২৩-২৫ সাল মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করে বর্তমান পর্ষদ। এক মাস পর সেই পরিচালনা পর্ষদের মেয়াদ শর্ত সাপেক্ষে পাঁচ মাস বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।


গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক নোটিশে বলা হয়েছে, রিহ্যাবের পর্ষদ নির্বাচনের স্বার্থে বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৪ ধারা অনুযায়ী বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শর্ত সাপেক্ষে আগামী বছরের ২৩ মার্চ পর্যন্ত (পাঁচ মাস) বাড়ানো হলো।


নোটিশে বলা হয়, বর্তমান পর্ষদের মেয়াদ আর বাড়ানো হবে না। বর্ধিত মেয়াদ পূর্ণ হওয়ার ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন এবং পরবর্তী পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। বর্তমান পর্ষদকে নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করতে হবে। আর নির্বাচনের ৮০ দিন আগে তফসিল প্রকাশ করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও