ল্যাপারোস্কোপিক পদ্ধতি কেন এত জনপ্রিয়
ল্যাপারোস্কোপিক সার্জারি বা পেট ফুটো করে অস্ত্রোপচার সার্জারি জগতে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও এ সার্জারি পদ্ধতি বর্তমানে নানা ক্ষেত্রে বিস্তার লাভ করেছে।
ল্যাপারোস্কোপিক সার্জারি কী?
ল্যাপারো শব্দটি এসেছে ল্যাপার বা পেট থেকে। আর স্কোপ মানে বীক্ষণ বা দেখা। পেট না কেটে এক বা একাধিক ছিদ্র করে ক্যামেরা দিয়ে দেখে অস্ত্রোপচার করাকে বলা হয় ল্যাপারোস্কোপিক সার্জারি।
প্রথমে পিত্তথলির অস্ত্রোপচার বেশি করা হলেও পরে নানা অস্ত্রোপচার ও রোগনির্ণয়েও এর ব্যাপ্তি ছড়িয়ে পড়ে। সার্জারির স্থানভেদে অস্ত্রোপচারের নামও বদলে যায়। যেমন এ ধরনের মেশিন দিয়ে বুকে অস্ত্রোপচার করলে বলা হয় থোরাস্কোপিক সার্জারি, অর্থোপেডিকস অস্ত্রোপচারকে বলা হয় আর্থোস্কোপিক সার্জারি ইত্যাদি। ল্যাপারোস্কোপিক সার্জারির জন্য নির্ধারিত মেশিন ও দক্ষ টেকনিশিয়ান প্রয়োজন হয়। বর্তমানে দেশের সব জেলা শহরেই এ ধরনের সার্জারি হয়ে থাকে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য সচেতনতা
- সার্জারি