নতুন জুতায় পায়ে ফোস্কা, পাঁচ উপায়ে প্রতিরোধ
নতুন জুতা পড়তে কার না ভালো লাগে। কিন্তু নতুন জুতো পায়ে দিলেই অস্বস্তি আর ফোস্কা যেনো স্বাভাবিক। নতুন জুতা পায়ে দিলেই এই সমস্যা কমবেশি প্রায় সবারই হয়। অনেকের ক্ষেত্রে এই সমস্যা ঘায়ের দিকে এগিয়ে যায়।
প্রথমে ফোস্কা, তার পর চামড়া উঠে ক্ষত তৈরি হওয়া। যত দামি জুতাই হোক, নতুন জুতা পরে খানিক ক্ষণ হাঁটিহাঁটির পর বেশির ভাগেরই পায়ে ফোস্কা পড়ে। আর তখন ব্যান্ড এড, তুলো, ওষুধ ছাড়া জুতো পড়ার অবকাশ থাকে না। ফোস্কা পড়লে পরবর্তী ২-৩ দিন হাঁটা চলা করাও সমস্যার হয়ে দাঁড়ায়।
তবে কিছু ঘরোয়া উপায় মেনে চললে জুতা থেকে তৈরি ফোস্কা ও তার যন্ত্রণাকে রুখে দিতে পারেন সহজেই। কী কী ভাবে তা সম্ভব চলুন জেনে নেই।
১) জুতা পরার আগের দিন রাতে কোনও ময়শ্চারাইজার, পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ভাল করে মাখিয়ে রাখুন জুতোর গায়ে। সারা রাত ও ভাবেই রাখুন। সকালে কোনও কাপড় দিয়ে তা মুছে তারপর পায়ে দিন নতুন জুতা। এছাড়া জুতা পরার সময় পায়েও মেখে নিন ময়শ্চারাইজার। এতে ফোস্কার ঝুঁকি কমে যায়।
- ট্যাগ:
- লাইফ
- রূপ-রঙ
- বিউটি টিপস