সৌরভ বলছেন, ভারতকে হারাতে কষ্ট হবে বাংলাদেশের
এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, বাংলাদেশ-ভারত ম্যাচ এখন বেশ উত্তাপ ছড়ায়। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন, তারকা ক্রিকেটারদের কথার লড়াই, ক্রিকেট বিশ্লেষকদের মতামত-সব মিলিয়ে ম্যাচের আগেই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে সবখানে। পাশাপাশি সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের কথার লড়াই তো চলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির কথাতেও এসেছে সেই প্রসঙ্গ।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। যেখানে গত এক বছরের ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ৪ ম্যাচের ৩ টিতে জিতেছে বাংলাদেশ ও ১ টিতে ভারত। যার মধ্যে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ নিজেদের ওয়ানডে সিরিজ। এরপর এ বছর কলম্বোর প্রেমাদাসায় এশিয়া কাপে জয় পেয়েছে বাংলাদেশ। চাপ সামলে ভারতের বিপক্ষে ম্যাচ কীভাবে জিততে হয়, তা এই তিন ম্যাচেই বাংলাদেশ প্রমাণ করেছে।