নাটোরে আ.লীগের সংসদ সদস্যের বিরুদ্ধে বিএনপির মিছিল ছত্রভঙ্গ করার অভিযোগ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করলে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারকে গ্রেপ্তারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
উপজেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, যুবদল ও ছাত্রদলের ২৫ থেকে ৩০ নেতা-কর্মী গতকাল রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন। এর পরপরই বিপরীত দিক থেকে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ মিছিল বের করে। এ মিছিল থেকে যুবদল ও ছাত্রদলের মিছিলের নেতা-কর্মীদের ধাওয়া করা হয়। মুহূর্তেই যুবদল ও ছাত্রদলের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।