কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক মাসে একটি ডিমও এল না, দাম চড়া

প্রথম আলো প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১২:৩৮

বাজারে দামে লাগাম টানতে এক মাস আগে যে ডিম আমদানির ঘোষণা দেওয়া হয়েছিল, তা এখনো আসেনি। ফলে দাম তো কমেইনি, উল্টো বেড়েছে।


বাণিজ্য মন্ত্রণালয় গত ১৮ সেপ্টেম্বর ৪ কোটি ডিম আমদানির অনুমতি দেয়। পরে পর্যায়ক্রমে মোট ১৫টি প্রতিষ্ঠানকে ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়।


আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত এক সপ্তাহে বিভিন্ন সময় বলা হয়েছে, শিগগিরই ডিম আসবে। তবে আসেনি। ডিম আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠান মীম এন্টারপ্রাইজের মালিক ইয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা ডিম আমদানি করবেন ভারত থেকে। সেখানে আমদানির শর্তপূরণসংক্রান্ত নথিপত্র পেতে দেরি হচ্ছে। আরও কিছু জটিলতা তৈরি হয়েছে। তাই এখনো ডিম আমদানি করা যায়নি।


ইয়ার হোসেন আরও বলেন, ডিম আমদানিতে শুল্ক–করের হার ধরা হয়েছে ৩৩ শতাংশের মতো। এত শুল্ক–কর দিয়ে ডিম এনে মূলধন টেকানো যাবে কি না, সেটি নিয়েও ভাবতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও