বৈশ্বিক স্মার্টফোন বিক্রি এক দশকের সর্বনিম্নে
বণিক বার্তা
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩৭
বিশ্বজুড়ে এক দশকের মধ্যে তৃতীয় প্রান্তিকে সবচেয়ে মন্দা সময় পার করেছে স্মার্টফোনের বাজার। রাশিয়া-ইউক্রেন সংঘাত, চিপস্বল্পতা ও বিশ্ব অর্থনীতিতে শ্লথগতির কারণে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৮ শতাংশ কমেছে। প্রযুক্তি বাজারবিষয়ক বিশ্লেষক সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। খবর দ্য ইকোনমিক টাইমস।
উন্নত বিশ্বের বাজারে অ্যাপল ও স্যামসাংয়ের মতো জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর চাহিদা কমে গেছে। বিক্রি কমে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে এ বিষয়টিকে বিবেচনায় নিয়েছেন গবেষকরা। শাওমি, অপো, ভিভোসহ বৈশ্বিক শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের সম্মিলিত বাজারও তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্মার্টফোন বিক্রি