কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গা–ছমছমে গল্প

প্রথম আলো প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩৯

‘শাটিকাপ’, ‘নিখোঁজ’ বা ‘ঊনলৌকিক’ কিংবা অ্যানথোলজি সিরিজ ‘পেট কাটা ষ’—যাত্রা শুরুর পর থেকে ব্যতিক্রমী নানা কনটেন্ট উপহার দিয়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এবার এই কাতারে যোগ হতে আসছে ‘প্রচলিত’। সমাজে প্রচলিত বা প্রবাদ বাক্য, অর্থাৎ যেসব কথা লোকমুখে প্রচারিত, সেগুলো নিয়ে এগিয়েছে সিরিজটির কাহিনি। সিরিজটি পরিচালনা করেছেন মো. আবিদ মল্লিক।
প্রতি বৃহস্পতিবার মুক্তি পাবে পাঁচ পর্বের সিরিজটির একটি করে নতুন পর্ব।

পর্বগুলোর মধ্যে রয়েছে ২৫ মিনিটের ‘রিংটোন’, ২৩ মিনিটের ‘বিলাই’, ২৬ মিনিটের ‘বেওয়ারিশ’, ২৯ মিনিটের ‘কলিং বেল’ ও ১৮ মিনিটের ‘হাতবদল’। আজ রাত ৮টায় প্রচারিত হবে ‘রিংটোন’। ২৬ অক্টোবর এবং ২, ৯ ও ১৬ নভেম্বর থাকছে বাকি পর্বগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও