মুনাফা বাড়লেও লভ্যাংশ বাড়ায়নি আরগন ডেনিম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩, ১১:৩৪

বিদায়ী বছরে মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান আরগন ডেনিমস লিমিটেডের। মুনাফা বাড়লেও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের পরিমাণ বাড়ায়নি কোম্পানিটির পর্ষদ।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর তথ্য মতে, জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ সমাপ্ত বছরে বস্ত্র খাতের কোম্পানিটির কর-পরবর্তী আয় হয়েছে ৯ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৫৪৩টাকা। আর ২০২২ সালে মুনাফা হয়েছিল ৭ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৯৩৩ টাকা।


নীট আয় বাড়ায় ২০২৩ সালে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৬৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫২ পয়সা।


বিদায়ী বছরে আগের বছরের তুলনায় ১৬ পয়সা বেড়ে ৬৮ পয়সা ইপিএস হলেও কোম্পানিটির ১৩ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার ৬০৬টি শেয়ারের বিপরীতে ১০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ এক টাকা করে শেয়ারহোল্ডারদের মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮৮ হাজার টাকা লভ্যাংশ দেবে। এর আগের ৫ বছারও এক টাকা করে লভ্যাংশ দিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও