মানুষ একই বস্তু দুটি দেখে কেন
ডাবল ভিশন বা কোনো জিনিস দুটি দেখাকে চিকিৎসাবিজ্ঞানে ডিপ্লোপিয়া বলা হয়। ডিপ্লোপিয়াকে দুই ভাগ করা হয়। ১. মনোকুলার (এক চোখের) ডিপ্লোপিয়া ২. বাইনোকুলার (দুই চোখের) ডিপ্লোপিয়া। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে ডিপ্লোপিয়া দেখা দিতে পারে।
এক চোখ হাত দিয়ে বন্ধ করে অন্য চোখে কোনো বস্তু দুটি করে দেখা গেলে তাকে ইউনিকুলার ডিপ্লোপিয়া বলা হয়। এ ধরনের ডিপ্লোপিয়া ছানির কারণে হতে পারে, আবার ম্যাকুলা বা কর্নিয়ার ব্যাধির কারণেও হতে পারে। দুই চোখ খোলা রেখে একই বস্তু দুটি করে দেখা গেলে তাকে বাইনোকুলার ডিপ্লোপিয়া বলা হয়।
আমাদের দুটি চোখই স্বাধীনভাবে বস্তুর ছবি শনাক্ত করে। দুটি চোখ বস্তুটি আলাদা করে দেখে না। কারণ, মস্তিষ্ক এমন নিখুঁতভাবে চোখের ক্ষুদ্র ক্ষুদ্র পেশিকে নিয়ন্ত্রণ করে, যাতে দুটি চোখের দৃষ্টি একটি বস্তুতেই ফোকাস হয়। মস্তিষ্ক তখন দুই চোখের তৈরি ছায়া বা ইমেজকে একসঙ্গে মিলিয়ে দেখায়। এই ক্ষমতার নাম সিঙ্গেল বাইনোকুলার ভিশন।