বাইডেনের পর ইসরায়েল সফরে ঋষি সুনাক
অবরুদ্ধ গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধরত ইসরায়েলকে সার্বিক সহায়তার বার্তা নিয়ে তেল আবিব যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
গতকাল বুধবার একই বার্তা নিয়ে ইসরায়েল গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সফর শেষ হতে না হতেই সেখানে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
গতকাল বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ বৃহস্পতিবার দুই দিনের সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলে যাবেন। তিনি দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট ইসাক হেরজগের সঙ্গে দেখা করবেন।
সফর শুরুর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, 'প্রতিটি বেসামরিক মানুষের মৃত্যুই দুঃখজনক। হামাসের ভয়ঙ্কর হামলায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে।'