অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ২২:৫৭

বর্তমান ক্ষমতাসীন সরকারের প্রতি হুঁশিয়ার করে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, এখনো সময় আছে পদত্যাগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এর যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে, তাহলে দেশে গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।


আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক গণসমাবেশ থেকে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন। সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।


সমাবেশে আওয়ামী লীগ সরকারের উদ্দেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘দ্রুত মনস্থির করেন, কীভাবে পদত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারে অধীনে কীভাবে নির্বাচন দেবেন। আগামী ২৮ অক্টোবর (শনিবার) ঢাকায় মহাসমাবেশের পরে আর সময় দেওয়া হবে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও