কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাতীয় আয়ে ঘরকন্নার কাজের ভূমিকা কতটা, জানাবে সরকার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ২২:৩১

নারীরা তাদের ঘরের কাজের মধ্য দিয়ে জাতীয় আয়ে কতটা ভূমিকা রাখছে, সরকার সেই হিসাব বের করেছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।


তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বিষয়ে গবেষণার পর প্রতিবেদনও হাতে পেয়েছেন তারা। আগামী সপ্তাহেই সে তথ্য প্রকাশ করা হবে।


বুধবার সন্ধ্যায় ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে এক অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন মান্নান।


সরকার বাল্যবিয়ে বন্ধে কাজ করছে জানিয়ে তিনি বলেন, “বাল্যবিবাহ অনেক পীড়াদায়ক বিষয়। কমবয়সে বিয়ে করলে, ছেলে হোক বা মেয়ে হোক, তাদের অনেক দুর্গতি হয়। রোগবালাই হয়, কাজ করতে পারে না। রোগ-বালাই হয়। পড়াশোনা করতে পারে না। অনেক দুর্ঘটনার শিকার হয়। এছাড়া, এই যে এরা কাজ করল না, জাতীয় উৎপাদনে ভূমিকা রাখল না, এতে আমাদের জাতিগতভাবেও অনেক ক্ষতি হয়। সরকার নিজেরাও এই বিষয়ে কাজ করছে।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও