আরও বেড়েছে তেলের দাম, গাজা দখল হলে ১০০ ডলার ছাড়াতে পারে
প্রথম আলো
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ২২:৩০
আজ বুধবার বিশ্ববাজারে তেলের দাম আরও খানিকটা বেড়েছে। গাজার হাসপাতালে বোমা হামলায় প্রায় ৫০০ মানুষের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় তেলের দাম আরও বেড়ে যায়। এ ঘটনায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৫৯ ডলারে উঠেছে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি হয়েছে ৮৮ দশমিক ৫০ ডলার।
মঙ্গলবার গাজার হাসপাতালে বোমা হামলায় প্রায় ৫০০ মানুষের মৃত্যু হয়। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ একে অপরের ওপর দোষ চাপাচ্ছে।