বার্ষিক ১ ডলারের নতুন গ্রাহক সেবা পরীক্ষা করছে এক্স
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ২০:৪৫
বিভিন্ন প্রাথমিক ফিচার’সহ বার্ষিক এক ডলারের নতুন গ্রাহক সেবা মডেল পরীক্ষা করছে আগে টুইটার নামে পরিচিত সামাজিক মাধ্যম এক্স।
‘নট এ বট’ নামের নতুন এই সেবায় ব্যবহারকারীর লাইক, রিপোস্ট বা অন্য অ্যাকাউন্টের ‘কোট’ বা উদ্ধৃতি নেওয়ার ক্ষেত্রে এ আর্থিক চার্জ কেটে রাখার কথা মঙ্গলবার জানিয়েছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক মাধ্যমটি। এ ছাড়া, ওয়েব সংস্করণে পোস্ট ‘বুকমার্ক’ করে রাখার সুবিধাও মিলবে এতে।
এক্স বলেছে, নতুন এই গ্রাহক সেবা মডেল আনার উদ্দেশ্য হল বট বা স্প্যাম অ্যাকাউন্ট ঠেকানো। কোম্পানি আরও যোগ করে, বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হারের ভিত্তিতে এই আর্থিক ফি ওঠানামা করতে পারে।
নিউজিল্যান্ড ও ফিলিপিন্সের ব্যবহারকারীদের ওপর প্রাথমিকভাবে এই নতুন পদ্ধতি পরীক্ষা করার কথা বলেছে এক্স।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এক্স
- গ্রাহক সেবা