জোড়া গোলে আর্জেন্টিনাকে জয় এনে দিলেন লিওনেল মেসি। নিজেও স্পর্শ করলেন রেকর্ডের আরেকটি চূড়া। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মেসির একার।
২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে পেরুকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। চোট শঙ্কা উড়িয়ে দুই গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন মেসি।
বাছাইয়ে এ নিয়ে মেসির গোল হলো ৩১টি। পেরু ম্যাচের আগ পর্যন্ত রেকর্ডের এই পাতায় ২৯ গোল নিয়ে উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন তিনি।