হাসপাতালে হামলার প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভ, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষ
প্রথম আলো
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৫:৩৯
গাজা হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।
কোথাও কোথাও ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আল-আরাবি হাসপাতালে বিমান হামলায় অনন্ত ৫০০ জন নিহত হয়েছে। ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সংগঠন হামাসের হামলার জবাবে ইসরায়েলি বিমান হামলা শুরুর পর থেকে একক হামলায় এটিই সর্বোচ্চ প্রাণহানি।
এ হামলার ঘটনার পরপরই রামাল্লায় রাজপথে নেমে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী তাদের ওপর কাঁদানে গ্যাসের শেল ও স্টান গ্রেনেড ছুড়েছে। বিক্ষোভকারীরাও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়েছেন।