![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/10/18/db2f578515d800f00960be6c2a2a0bca-652f94286be52.jpg)
আরেকটি অঘটনের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে আফগানিস্তান
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৪:৫৭
টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে পুরো দৃশ্যপটই পাল্টে দিয়েছে তারা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধরাশায়ী করেছে আফগানরা। এবারের বিশ্বকাপে প্রথম অঘটনের জন্ম দেওয়ার পর আজ তাদের সামনে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপ নিউজিল্যান্ড।
চেন্নাইয়ে আরেকটি অঘটন ঘটানোর লক্ষ্যে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফিল্ডিংয়ের সিদ্ধান্তের বিষয়ে অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি বলেছেন, ‘আমরা বোলিং করতে চাই। কারণ, দ্বিতীয় ইনিংসে শিশির ম্যাচে প্রভাব রাখতে পারে। আমরা চেষ্টা করব প্রতিপক্ষকে কম রানে আটকাতে। সর্বশেষ জয়ের আত্মবিশ্বাস এই ম্যাচে কাজে লাগাতে চাই।’