গাজায় হাসপাতালে হামলাকে যুদ্ধাপরাধ বলল রাশিয়া

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১৩:২২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। এছাড়া দেশটি এই হামলাকে যুদ্ধাপরাধ বলেও আখ্যা দিয়েছে। রাশিয়ার দাবি, গাজায় হাসপাতালে হামলার জন্য চূড়ান্তভাবে দায়ী যুক্তরাষ্ট্র।মঙ্গলবার গাজার ওই হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে, যেখানে ৫০০ জন নিহত হন। বুধবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।


প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ গাজার আল-আহলি আরব ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরায়েলের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এই হামলার জন্য চূড়ান্ত দায়ভার যুক্তরাষ্ট্রের।বুধবার ভোরে টেলিগ্রামে মেদভেদেভ বলেন, ‘গাজা উপত্যকায় হাসপাতালে ভয়াবহ এই হামলা স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ।’


তিনি আরও বলেন, ‘এর জন্য চূড়ান্ত দায় তাদের ওপরই বর্তায় যারা বিভিন্ন দেশে এবং বিভিন্ন মহাদেশের যুদ্ধ থেকে উন্মত্তভাবে অর্থ আয় করে। যারা চিন্তাহীনভাবে অস্ত্রের জন্য বিপুল পরিমাণ অর্থ বিতরণ করে। যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার নামে বিশ্বব্যাপী কার্যক্রম চালানোর কথা ঘোষণা করে। (আর সেটি হচ্ছে) যুক্তরাষ্ট্র।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও