You have reached your daily news limit

Please log in to continue


লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের

লোকসান বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের। কোম্পানিটির চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানির তথ্য মতে, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর তিন মাসে লোকসান হয়েছে ২৪ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৮৫৭ টাকা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১৬ কোটি ২২ লাখ ১৯ হাজার ৪১২ টাকা। অর্থাৎ ৮ কোটি টাকার বেশি লোকসান বেড়েছে ইউনিয়ন ক্যাপিটালের।

২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩টি। এই শেয়ারধারীদের সর্বশেষ ২০১৮ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল ইউনিয়ন ক্যাপিটাল। তারপর থেকে লোকসান দেখিয়ে যাচ্ছে তারা, টানা চার বছর কোনো লভ্যাংশ দেয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন