![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/10/online/photos/sheikh-rasel-cp2-samakal-652e803ac643f.jpg)
দেশে-বিদেশে শেখ রাসেল দিবস
সমকাল
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৩, ১১:১৬
জাতীয়ভাবে নানা আয়োজনে সারাদেশে এবং বিদেশস্থ বাংলাদেশ সব দূতাবাসে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপনে উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
দিবসটি উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৮ অক্টোবর সকালে নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর,সংস্থা, প্রতিষ্ঠান প্রাঙ্গনে শেখ রাসেল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। তা ছাড়াও দিবসটি উপলক্ষে মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠান যথাযথ কর্মসূচি পালন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ রাসেল দিবস-২০২৩ পর্বের উদ্বোধন করবেন এবং শেখ রাসেল পদক-২০২৩ ও স্মার্ট বাংলাদেশ পুরস্কার ঘোষণা করবেন।