চট্টগ্রামের মেয়ে নাবিলা বিনতে ইসলামের নাটকে অভিনয় শুরু ২০১৬ সালে। কয়েক বছরের মধ্যে টিভি নাটকের ব্যস্ত একজন তারকা হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি ইদানীং তিনি উপস্থাপনাও করছেন।
চট্টগ্রামে ‘যুদ্ধ জীবন’ চলচ্চিত্রের শুটিংয়ে নাবিলা ইসলামছবি : শিল্পীর সৌজন্যে
এবার তাঁর যাত্রা শুরু হচ্ছে বড় পর্দায়। অভিনয় শুরু করলেন জীবনের প্রথম চলচ্চিত্রে। সরকারি অনুদানে তৈরি ছবিটির নাম ‘যুদ্ধ জীবন’। চট্টগ্রামে শুটিং শুরু হয়েছে। চট্টগ্রামের মেয়ে নাবিলার চট্টগ্রাম থেকে বড় পর্দায় যাত্রা শুরু হওয়াতে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে ‘যুদ্ধ জীবন’ ছবিটি তৈরি হচ্ছে। ছবিটির পরিচালক রিফাত মোস্তফা। ছবিতে নাবিলা অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে। চট্টগ্রাম শহরের ঈদগাহ এলাকায় প্রথম দিনের শুটিং করেন নাবিলা। আজ মঙ্গলবার সন্ধ্যায় যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি চট্টগ্রামে শুটিংয়ে। বললেন, ‘জীবনের প্রথম সিনেমার শুটিং শুরু করলাম জন্মশহরে, তাই আনন্দটা বেশি। মুক্তিযুদ্ধের পটভূমির এই চলচ্চিত্রের প্রেক্ষাপট চট্টগ্রামকেন্দ্রিক। পুরো শুটিংও হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে—সব মিলিয়ে আমার মধ্যে এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করছে।’
You have reached your daily news limit
Please log in to continue
চট্টগ্রাম থেকেই চট্টগ্রামের মেয়ে নাবিলার চলচ্চিত্র যাত্রা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন