You have reached your daily news limit

Please log in to continue


বাংলাদেশসহ চার প্রতিবেশী রাষ্ট্রের সীমান্তে আরডিই বসাবে ভারত

বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার এবং নেপাল এই চার প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে থাকা ভারতের আটটি স্থলবন্দরে এবার রেডিয়েশন ডিটেকশন ইকুইপমেন্ট (আরডিই) স্থাপন করতে চলেছে ভারত। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার এমন সংবাদ জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। 

পারমাণবিক ডিভাইস তৈরিতে ব্যবহারের জন্য সম্ভাব্য তেজস্ক্রিয় পদার্থের পাচার ঠেকাতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক স্থল সীমান্ত বন্দর গুলোতে এই আরডিই বসাতে চলেছে ভারত। প্রাথমিক ভাবে জানা যায় 'পেট্রাপোল, আগরতলা, ডাউকি ও সুতারকান্দি স্থলবন্দর (বাংলাদেশ সীমান্ত), আত্তারি (পাকিস্তান), রক্সৌল এবং যোগবনী (নেপাল), মোরে (মিয়ানমার) এই আটটি সুসংহত চেকপোস্টে (আইসিপি) এবং স্থলবন্দরে আরডিই স্থাপন করা হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন