বেণির যেই ৪ বাঁধন মানাবে পূজার অনুষ্ঠানে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৭:৩২
বেণির আছে নিজস্ব এক ভাষা। শাড়ি বা পাশ্চাত্য পোশাক—সব পোশাকের সঙ্গেই খুব সহজাতভাবে মানিয়ে যায়। একই চুলে করা যায় নানা নকশার বেণি। খেজুর বেণি, ফ্রেঞ্চ বেণি, পাটি বেণি যেভাবেই বাঁধুন না কেন, সব বয়সে মানিয়েও যায়। পুরো চুল নিয়ে বা আংশিক অংশ নিয়েও করা যায় নানা স্টাইলের বেণি।
খেজুর বেণির সৌন্দর্যই আলাদা। শাড়ির সঙ্গে করার জন্য আদর্শ এক স্টাইল।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- চুলের স্টাইল
- চুলের পরিচর্যা