গাজায় ব্যাপক ঝুঁকিতে ৮৪ হাজার অন্তঃসত্ত্বা : ডব্লিউএইচও
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৬:৫২
ইসরায়েলের বিমান বাহিনীর অব্যাহত বিমান হামলা এবং সীমান্ত বন্ধ থাকার কারণে ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছেন ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তত ৮৪ হাজার অন্তঃসত্ত্বা। জাতিসংঘের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।মঙ্গলবার সিএনএনের সাংবাদিক জন ভাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্গারেট বলেন, ‘রাফাহ ক্রসিংয়ে (গাজা-মিসর সীমান্ত) অপেক্ষারত ট্রাকগুলোতে বিভিন্ন ত্রাণ সামগ্রীর পাশাপাশি ৭৮ কিউবিক মিটার স্বাস্থ্য ও চিকিৎসা উপকরণও রয়েছে, যা অন্তত ৩ লাখ মানুষের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট।’
‘কিন্তু সীমান্ত বন্ধ থাকার কারণে সেগুলো গাজায় পৌঁছাতে পারছে না। তাছাড়া বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রয়োজনীয় স্বাস্থ্যসেবাও দিতে পারছে না হাসপাতালগুলো। পাশাপাশি সারাক্ষণ হামলার আতঙ্ক তো রয়েছেই।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- অন্তঃসত্ত্বা
- গাজায় হামলা
- ঝুকি