দু’দিনে এইচপিভি টিকা পেলো আড়াই লাখ শিশু
জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অধীনে স্কুল পর্যায়ে চলছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান কার্যক্রম। এ কার্যক্রমের আওতায় দুদিনে ২ লাখ ৪৯ হাজার ৫৯৬ জনকে শিশুকে এইচপিভি ভ্যাকসিন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআরই কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ইপিআরই ডা. তানভীর রহমান জাগো নিউজকে জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ২ লাখ ৪৯ হাজার ৫৯৬ জনকে এইচপিভি টিকা দেওয়া হয়েছে। তবে, ওয়েভ সাইটের কিছু টেকনিকাল সমস্যা দেখা দেওয়ায় টিকা দেওয়ার কিছু তথ্য কম হতে পারে। তবে, সমস্যা সমাধানে কাজ চলছে। গত ১৫ অক্টোবর সকালে শুরু হয় এ টিকাদান কার্যক্রম।
ডা. তানভীর রহমান বলেন, আমাদের লক্ষ্যমাত্রা প্রায় ২৫ লাখ শিক্ষার্থীকে টিকা দেওয়া। সেই পরিমাণ টিকা রয়েছে। আমরা প্রতিষ্ঠানগুলোতে টিকা পাঠিয়েছি। গত কয়েকদিনে ভ্যাকসিনডট গভ ডটবিডি ওয়েবসাইটে প্রায় ৮ লাখ ৯৫ হাজার ৭৪২ জন রেজিস্ট্রেশন করেছে। আশা করছি, এখনো সময় আছে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- টিকা
- জরায়ু ক্যানসার