ডিএসইতে লেনদেন ছাড়াল ৫শ কোটি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১৫:২৫

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবারও (১৭ অক্টোবর) দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বিমা খাতের শেয়ারের দাম কমার দিনে দাপট দেখিয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ার। তাতেই এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। এর ফলে রোববার দরপতনের পর সোম ও মঙ্গলবার দুই কর্মদিবস পুঁজিবাজারে উত্থান হলো। এদিন খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১টির, কমেছে ৩ কোম্পানির শেয়ারের দাম। খাদ্য খাতের পাশাপাশি আইটি, প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারও পুঁজিবাজারে উত্থানের ক্ষেত্রে অবদান রেখেছে।


ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার ডিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের ৯ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার ১৫৯টি শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইর লেনদেন হয়েছে ৫৭২ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৮৬ কোটি ৭ লাখ ৬৭ হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও