উ জেতিয়ান—চীনের ইতিহাসে প্রথম ও একমাত্র নারী শাসক। ৬৯০ সালের ১৭ অক্টোবর সিংহাসনে বসেন চীনা তাং সাম্রাজ্যের এই সম্রাজ্ঞী। এর আগে স্বামী ও ছেলেকে সামনে রেখে পেছন থেকে সাম্রাজ্য চালিয়েছেন তিনি। জেতিয়ানের শাসনামলে অর্থনীতিতে বেশ সমৃদ্ধি ঘটে। এ ছাড়া সাম্রাজ্য বিস্তারেও অবদান রেখেছিলেন সম্রাজ্ঞী জেতিয়ান।
সবচেয়ে ‘লম্বা’ স্যান্ডউইচ
২০০৮ সালের ১৭ অক্টোবর। ইরানের রাজধানী তেহরানে বানানো হয় বিশাল একটি স্যান্ডউইচ। দাবি করা হয়, এটা বিশ্বের সবচেয়ে লম্বা স্যান্ডউইচ। মজার বিষয় হলো, বানানোর পর এটা মেপে দেখা পর্যন্ত অপেক্ষা করেননি কেউ। গপাগপ খেয়ে ফেলা হয় বিশালাকারের স্যান্ডউইচটি।
You have reached your daily news limit
Please log in to continue
ইতিহাসের এই দিনে: চীনের একমাত্র সম্রাজ্ঞীর অভিষেক
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন