বাংলাদেশ সাঁতারের জাপানি বন্ধু
সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে চলছে ম্যাক্স গ্রুপ ৩২ তম জাতীয় সাঁতার। এক জাপানিজ কিছুক্ষণ পর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরছেন। কাউকে পরামর্শ দিচ্ছেন, আবার কেউ এসে নিজের ভুল ত্রুটি জানতে চাইছেন। অথচ তিনি এই জাতীয় সাঁতারে কোনো সংস্থার বা ফেডারেশনের দায়িত্ব প্রাপ্ত কেউ নন। স্বেচ্ছায় জাপান থেকে এসে বাংলাদেশের সাঁতারের টানেই এমনটা করছেন তাকাহিরো তাগুচি।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক খেলায় অনেক বিদেশি কোচ এসেছেন। কেউ সাঁতারের তাকাহিরো তাগুচির মতো নন। দায়িত্ব ছাড়ার পর কেউ গাটের পয়সা খরচ করে বাংলাদেশের খোঁজ নিতে আসেন না। তাগুচি নিজের পয়সা খরচ করে বাংলাদেশের সাঁতার দেখতে আসেন, আবার বাংলাদেশ সাঁতার দল তার নিজ দেশ জাপানে গেলে স্বেচ্ছায় সময় দেন। এমন নজির বাংলাদেশের অন্য কোনো খেলার অন্য কোনো কোচের নেই। তাই তাগুচি বাংলাদেশ সাঁতারের অকৃত্রিম বন্ধু।
- ট্যাগ:
- খেলা
- অন্যান্য
- সাঁতার
- জাপানি সহায়তা
- বিকেএসপি