‘৯ বছরের সাধনা পূরণ হলো’

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৩, ১০:৪২

ফেনী থেকে বাবার হাত ধরে ঢাকায় প্রথম আলো কার্যালয়ে এসেছে রাফিয়া। পুরো নাম নুরুন নাহার, বয়স চার। রাফিয়া টিকিট পেয়েছে, থাইল্যান্ডের টিকিট। একরত্তি রাফিয়ার হাতে সেই টিকিট তুলে দিলেন চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরীদের মতো তারকারা। সঙ্গে তাঁর বাবা নুরুল ইসলামও এসেছিলেন।
৪ বছর বয়সী রাফিয়া থেকে ৮০ বছর বয়সী আলী আহম্মেদ—মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২২–এ তারকা জরিপ পুরস্কারে লটারিতে বিজয়ী পাঠকদের হাতে গতকাল সোমবার পুরস্কার তুলে দিয়েছে মেরিল–প্রথম আলো পুরস্কার কর্তৃপক্ষ।

এর আগে গত মঙ্গলবার কুপন ও এসএমএসের ভোট নিয়ে প্রথম আলো কার্যালয়ে র‍্যাফল ড্রর আয়োজন করা হয়। লটারির মাধ্যমে প্রতি পর্বে ৩ জন করে ৭ পর্বে মোট ২১ জন; সব পর্বের ভোট নিয়ে মেগা ড্র করে ৩ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
গতকাল বেলা তিনটার আগেই বিজয়ী পাঠকেরা একে একে প্রথম আলো কার্যালয়ে আসতে থাকেন। বেলা সাড়ে তিনটার দিকে পুরস্কার বিতরণী আয়োজন শুরু হয়। সর্বোচ্চ পুরস্কার মেগা ড্রতে প্রথম পুরস্কার পেয়েছে রাফিয়া। মেয়ের নামে কুপনটি পূরণ করে পাঠিয়েছেন নুরুল ইসলাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও