You have reached your daily news limit

Please log in to continue


হোয়াটসঅ্যাপের নতুন ফিচার দেবে আইপি অ্যাড্রেসের নিরাপত্তা

হোয়াটসঅ্যাপে কলের সময় ক্ষতিকর সফটওয়্যার বা হ্যাকারদের কাছ থেকে ব্যবহারকারীর আইপি অ্যাড্রেসের নিরাপত্তা দেবে নতুন ফিচার। এটি কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস ও আইওএসের বেটা ভার্সনে পাওয়া যাবে। গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

আইপি অ্যাড্রেসর নিরাপত্তার ফিচারটি ‘অ্যাডভান্সড’ নামের একটি নতুন সেকশনে পাওয়া যাবে। এটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংসে থাকবে। এর ফলে কলের মাধ্যমে আইপি অ্যাড্রেস থেকে কারও লোকেশন বের করা কঠিন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ নিজস্ব সার্ভার ওপর নির্ভর করে এই নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ফিচারটির ফলে কলের মান কিছুটা খারাপ হতে পারে। কলের এই মান কমার কারণ হল–হোয়াটসঅ্যাপ সার্ভারে এনক্রিপশন ও রাউটিং (সবচেয়ে উপযুক্ত নেটওয়ার্কের পথ বাছাই করার প্রক্রিয়া) প্রক্রিয়া। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন