অভয়াশ্রমেও চলছে ইলিশ শিকার

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ১৩:৩৩

মৎস্য সম্পদ বাড়াতে সরকার নির্ধারিত ২২ দিনের ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদের ওপর চলছে নিষেধাজ্ঞা। কিন্তু এসবের কোনো তোয়াক্কা না করেই মেঘনা নদীর ইলিশের অভয়াশ্রমে চলছে মাছ শিকার। মূলত শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা, বরিশাল জেলার হিজলা ও মুলাদী উপজেলার সীমান্তবর্তী মেঘনা ও তার শাখানদী এবং কীর্তনখোলা নদী মিলিয়ে ৩১৮ বর্গকিলোমিটার জুড়ে ২০১৯ সালে দেশের ষষ্ঠ অভয়াশ্রম হিসেবে গেজেটভুক্ত করে। অভয়াশ্রমে প্রজননের জন্য মা ইলিশ উঠে আসে।নিষেধাজ্ঞা চলমান এই সময়েও অভয়াশ্রমে মাছ শিকার বন্ধ করা সম্ভব হয়নি। প্রতিদিন ভোর থেকে শুরু করে রাতভর ইঞ্জিন চালিত ছোট ছোট ট্রলারে মাছ শিকারে নামেন জেলেরা। জেলেদের অধিকাংশ পেশাদার হলেও অনেকে মৌসুমি জেলে রয়েছেন। শুধু শিকার করেই তারা থামছেন না, আশপাশের বাজারে জটলা করে বিক্রি করছেন তা।


সংশ্লিষ্ট দপ্তরগুলো নিষেধাজ্ঞায় মাছ শিকারের ব্যাপারে অবগত থাকলেও জেলেদের মারমুখী অবস্থানে নিশ্চুপ প্রশাসন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও