রোমান্টিক সিনেমা তৈরিতে আদিত্য চোপড়ার জাদু করণ জোহর খুব কাছ থেকে দেখেছেন। তিনি নব্বই দশকের অন্যতম জনপ্রিয় হিন্দি সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র সহকারী পরিচালক ছিলেন কিনা। নিজের পরিচালনায় প্রথম সিনেমা করলেও সেই ঘরানারই, শাহরুখ খান আর কাজল—পাত্রপাত্রীও এক। আর সেই সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ মুক্তির পরও ইতিহাস গড়ল। হলো ১৯৯৮ সালের সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। আলোচিত এই সিনেমা মুক্তির ২৫ বছর পূর্ণ হচ্ছে আজ।
পরিচালনার সঙ্গে সিনেমাটির গল্প লিখেছেনও করণ নিজেই। শুরুতে ত্রিভুজ প্রেমের গল্প লিখেছিলেন, পরে আইডিয়া নিজেরই পছন্দ হয় না। আরেকটি গল্প লেখেন বাবাহারা এক সন্তান ও মাকে নিয়ে। সেটিও বাতিল করে দেন। পরে বাতিল করে দেওয়া দুই গল্প থেকে একটি চিত্রনাট্য দাঁড় করান। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম রেডিফডটকমকে দেওয়া সাক্ষাৎকারে করণ জোহর বলেছিলেন, ‘গল্প লিখতে গিয়ে একধরনের ট্রমার মধ্যে চলে যাই। কারণ, সিঙ্গেল মাদার ও তাঁর সন্তানকে নিয়ে কীভাবে গল্পটি এগিয়ে নেব কূলকিনারা পাচ্ছিলাম না। পরে মনে হলো, চিত্রনাট্যে ফ্ল্যাশব্যাক যুক্ত করলে কেমন হয়? তাদের পেছনের গল্প তুলে আনা গেলে ব্যাপারটা দারুণ হবে। এটা মূলত ব্যক্তিগত বাসনা আর অভিভাবকের দায়িত্বের মধ্যে বিরোধের গল্প। যেখানে আমি পাশ্চাত্য ও প্রাচ্যের ধারণার সংমিশ্রণ ঘটাতে চেয়েছিলাম।’
You have reached your daily news limit
Please log in to continue
রাহুল, অঞ্জলি, টিনাদের ভোলেননি দর্শক
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন