কৃষিপণ্যের উৎপাদন-দাম দুটোই বেড়েছে
দেশে গত ১৫ বছরে চাল, গম, ভুট্টা, আলু, ডাল ও সবজির উৎপাদন অনেকটাই বেড়েছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। কোভিড মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। তবে সে তুলনায় দেশে দাম বেড়েছে আরও বেশি।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০০৮-০৯ অর্থবছরে দেশে খাদ্যশস্য (চাল, গম ও ভুট্টা) উৎপাদনের মোট পরিমাণ ছিল ৩ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪ কোটি ৭৭ লাখ ৬৮ হাজার টনে। ১৫ বছরের ব্যবধানে উৎপাদন হচ্ছে ভুট্টা প্রায় ৯ গুণ, আলু দ্বিগুণ, ডাল ৪ গুণ, তেলবীজ আড়াই গুণ ও সবজি ৮ গুণ।
উৎপাদনে সাফল্য অর্জন করলেও বাড়তি দামের কারণে ভোক্তাদের কষ্টের শেষ নেই। বিশেষ করে, দেশের নিম্ন আয়ের মানুষের কষ্ট অনেক বেড়েছে। ২০০৯ সালে দেশে সরু চালের দাম ছিল প্রতি কেজি ৩৫-৩৭ টাকা। বর্তমানে তা ৭০-৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ২০০৯ সালে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৩০-৪০ টাকা। বর্তমানে তা ৮০-১০০ টাকা। এভাবে প্রতিটি পণ্যের দামই বাড়তি।