কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মানুষের দাঁত দিয়ে অলংকার

প্রথম আলো প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ১১:২০

বর্তমান সময়ে কত কিছু দিয়ে যে অলংকার তৈরি করা হয়, তার ইয়ত্তা নেই। সোনা, রুপা বা হিরে ছাড়াও সহজলভ্য অনেক কিছু দিয়ে তৈরি অলংকার পরতে দেখা যায় নারীদের। তবে অস্ট্রেলিয়ার তরুণী জ্যাকি উইলিয়াম যেন এক ধাপ এগিয়ে। মানুষের দাঁত ও চুল দিয়ে অলংকার তৈরি করেন তিনি।


মেলবোর্ন পলিটেকনিক নামের একটি প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন জ্যাকি। সেখানে অলংকার ও বিভিন্ন বস্তুর ওপর নকশা করা ছিল তাঁর পড়ার বিষয়। পড়াশোনা শেষে কাঙ্ক্ষিত চাকরি না পেয়ে একটি সমাধিস্থলে মালি হিসেবে কাজ শুরু করেন। সেখানেই দাঁত দিয়ে অলংকার তৈরির ভাবনা আসে তাঁর মাথায়।

শুরুর দিকে অন্যদের কাছ থেকে দাঁত সংগ্রহ করে সেসব দিয়ে অলংকার তৈরি করতেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা জ্যাকি। আক্কেল দাঁত বা শিশু-কিশোরদের উঠে যাওয়া দাঁত এনে সেগুলো জ্যাকির কাছে বিক্রি করতেন তাঁরা। এরপর সোনা, রুপা বা হিরে যুক্ত করে সেসব দিয়ে অলংকার তৈরি করতেন জ্যাকি। কখনো হিরে যুক্ত করতেন তাঁর এই অলংকারে।






সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও