কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘুরে দাঁড়াতে মরিয়া চট্টগ্রাম জামায়াত

সমকাল প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ১০:৩৬

মাঠের বিরোধী দল বিএনপিকে আন্দোলন-সংগ্রামে যতটা ছাড় দেওয়া হচ্ছে, ঠিক ততটাই কঠোর জামায়াতের ব্যাপারে। বিএনপি নিয়মিতভাবে অনেকটা নির্বিঘ্নে সভা-সমাবেশ ও রোডমার্চের মতো কর্মসূচি পালন করতে পারলেও সেই সুযোগ পাচ্ছে না দলটি। দেশের অন্যান্য স্থানের মতো তাদের বিষয়ে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপির সঙ্গে সামঞ্জস্য রেখে মাঝেমধ্যে ঝটিকা কিছু কর্মসূচি পালন করলেও ধরপাকড়ের আশঙ্কায় চাপের মুখে রয়েছে যুদ্ধাপরাধে অভিযুক্ত এই দলটি। তবে নির্বাচন সামনে রেখে প্রকাশ্যে মাঠের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে মরিয়া নেতাকর্মীরা। চলতি মাসের মাঝামাঝিতে যে কোনো মূল্যে মাঠে নামতে নেওয়া হচ্ছে নানামুখী প্রস্তুতিও। চট্টগ্রামে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে।


দেশে জামায়াত-শিবিরের অন্যতম ঘাঁটিগুলোর একটি ছিল চট্টগ্রাম। যুদ্ধাপরাধ ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কারণে মাঠছাড়া হওয়ার পর থেকে এখানে আর দাঁড়াতে পারেনি নিবন্ধন হারানো এই দলটি। তবে বেশ কয়েক বছর ধরে প্রকাশ্যে রাজনীতির মাঠে না থাকলেও সাম্প্রতিক সময়ে সুযোগ বুঝে শক্ত অবস্থান গড়ে তুলতে নতুন করে কাজ শুরু করে। এরই মধ্যে নানাভাবে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। ফলে আগামী নির্বাচন সামনে রেখে বড় ধরনের শোডাউন করতে চাচ্ছে জামায়াত। এ জন্য বেশ কিছুদিন ধরে ভেতরে ভেতরে প্রস্তুতি নিয়েছে। কিন্তু সরকারের কঠোর অবস্থানের কারণে সুবিধা করতে পারছে না দলটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও