You have reached your daily news limit

Please log in to continue


কোন পথে আমাদের অর্থনীতি

বার্ট্রান্ড রাসেল The Conquest of Happiness গ্রন্থে বলেছেন, প্রত্যেক মানুষের দুটি বৈশিষ্ট্য রয়েছে; একটা সে জানে, কিন্তু সব সময় মানে না। আরেকটি সে জানে না, কিন্তু মানে, অর্থাৎ না মেনে পারে না। প্রথমোক্তটা হলো ধর্ম আর দ্বিতীয়টাও ধর্ম, তবে সেটা হলো অর্থনীতির ধর্ম। এই অর্থনীতিই আমাদের আসল চরিত্র নির্ধারণ করে; একজন মধ্যবিত্ত হিন্দুর জীবনের সঙ্গে আরেকজন মধ্যবিত্ত মুসলমানের জীবনের মাঝে বস্তুত কোনো পার্থক্য নেই, শুধু টিকি ও টুপি ছাড়া।

অর্থনীতিই তাদের এই সমান্তরাল জীবনধারার নির্ণায়ক ও শিক্ষক। আর পীড়নে পড়লে খুব কঠিন বিষয়েও এই শিক্ষা খুব ভালো হয়। আমরা যারা আমজনতা তাদের অর্থনীতির শিক্ষা এই অমোঘ নিয়মে, কেতাব বা শ্রেণিকক্ষে নয়। এখন দেশে একজন নিম্নবিত্ত মানুষের অবস্থা কি সেটা জানার জন্য বোধকরি রাশিয়ান নাট্যকার আন্তন চেখভের মতো ট্রেনের তৃতীয় শ্রেণিতে ভ্রমণের প্রয়োজনীয়তা নেই; সুনীলের একটি কবিতার প্রথম পঙ্্ক্তিটিই যথেষ্ট; ‘আমি কী রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে যা, নিখিলেশ এই কী মানুষজন্ম।’ প্রায় দুবছর ধরে মুদ্রাস্ফীতি মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন