অর্থ ও উদ্যোক্তা পাচার
মানি লন্ডারিং প্রতিটি দেশের জন্যই একটি ক্ষরণজাতীয় জটিল সমস্যা; বিশেষ করে যেসব দেশ বৈদেশিক মুদ্রা ও বিনিয়োগের সংকটে ভোগে, এগুলোর জন্য মানি লন্ডারিং উভয় সংকট এবং বহুমুখী গুরুতর সমস্যার সৃষ্টি করে। যেসব দেশে বিনিয়োগযোগ্য পুঁজির অভাব, বেকারত্বের ভারে ন্যুব্জ মানি লন্ডারিংয়ের কারণে সেসব দেশের অর্থনীতি বেশি সমস্যায় পতিত হয়।
কারণ পুঁজি সংকটগ্রস্ত দেশ থেকে টাকা যদি বিদেশে চলে যায়, তা হলে সামষ্টিক অর্থনীতিতে নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। এসব দেশে পুঁজি ধরে রাখতে না পারার কারণে সব সময়ই প্রয়োজনীয় পুঁজির জন্য পরমুখাপেক্ষী হয়ে থাকতে হয়। পুঁজিস্বল্পতার দেশ থেকে মানি লন্ডারিং বা পুঁজিপাচার অর্থই হচ্ছে অর্থনীতির জন্য ইন্টারনাল হ্যামারেজ বা অভ্যন্তরীণ রক্তক্ষরণ। জাপান বা আমেরিকার মতো বড় অর্থনীতির একটি দেশ থেকে মুদ্রাপাচার বা মানি লন্ডারিং হলে তাদের হয়তো খুব একটা ক্ষতি হয় না।