You have reached your daily news limit

Please log in to continue


শেল ব্যাংকিং: ঠেকানো যাচ্ছে না অর্থপাচার

নানা উপায়ে দেশ থেকে পাচার হচ্ছে অর্থ। প্রতি বছর পাচার হওয়া অর্থের হদিসও পাচ্ছে না সংশ্লিষ্টরা। আমদানি-রফতনির আড়ালে শেল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাচারে সক্রিয় রয়েছে পাচারকারীরা। টাকা পাচারের নতুন এ রুট বন্ধ করতে হিমশিম খাচ্ছে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) অন্যান্য সংস্থা। কয়েক বছর আগেই এই শেল ব্যাংকিংয়ের সন্ধান পেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়। শেল ব্যাংকিংয়ের মাধ্যমে পাচার হওয়া অর্থের সন্ধানে বেশ কিছু ব্যবসায়ীকে চিহ্নিত করে সেই টাকা ফেরত আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুদকের মানিলন্ডারিং শাখার দায়িত্বশীল কর্মকর্তারা।

দুদক কর্মকর্তারা জানান, শেল ব্যাংকিং মানিলন্ডারিং বা অর্থপাচারের ক্ষেত্রে নতুন আপদ। অস্তিত্বহীন এই ব্যাংকিং চ্যানেলে  টাকা পাচার হলে তার প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া খুব কঠিন। শুধু এটুকু বুঝতে পারা যায় যে, কোনও কোম্পানি পণ্য রফতানি করেছে। কিন্তু সেই টাকা আর দেশে ফেরত আসেনি। এতে বুঝা যায়, এটা পাচার হয়ে গেছে। পাচারের উদ্দেশ্যেই এমনটি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বা বিএফআইইউ’র তদন্তেও এমন তথ্য উঠে এসেছে। যে কারণে ২০২০ সালের ১৬ জুন এ বিষয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন সংক্রান্তে ঝুঁকি প্রতিরোধে জারি করা সার্কুলারে বলা হয়— শেল ব্যাংকের সঙ্গে কোনও ধরনের ব্যাংকিং সম্পর্ক স্থাপন করা যাবে না। শেল ব্যাংক বলতে ওইসব ব্যাংককে বুঝাবে— যার যেই দেশে নিবন্ধিত বা লাইসেন্স প্রাপ্ত। সেই দেশে কোনও বাহ্যিক বা বাস্তবে উপস্থিতি নেই। যেটি কার্যকর পরিদর্শনের আওতাভুক্ত ও নিয়ন্ত্রিত কোনও আর্থিক গ্রুপেরও সদস্য নয়। করেসপনডেন্ট ব্যাংকিং সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও শেল ব্যাংকের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার কথা বলা হয়েছে। দেশের প্রতিটি ব্যাংককে নিশ্চিত হতে হবে যে, রেসপন্ডেন্ট ব্যাংক কোনও শেল ব্যাংককে সেবা দিচ্ছে না, বা সম্পর্ক রাখছে না। বিএফআইইউ বিষয়টি নিয়মিত তদারকি করবে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন