You have reached your daily news limit

Please log in to continue


হাজার গোল করার চ্যালেঞ্জ নিয়েছেন রোনালদো

চার মাস পরই ৩৯ বছর পূর্ণ করবেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু রোনালদোকে দেখে কি তা বোঝার উপায় আছে? তাঁর অসাধারণ ফিটনেস দেখে মনে হয় এখনো তিনি ২৭-২৮ বছরের টগবগে যুবক। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গাতেই দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। 

হলুদ কার্ডের সমস্যা থাকায় গত মাসে লুক্সেমবার্গের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচে খেলতে পারেননি রোনালদো। সেই ম্যাচে তাঁকে ছাড়াই ৯-০ গোলে জিতেছিল পর্তুগাল। এক মাস পর আবারও তিনি ফিরেছেন ইউরো বাছাইপর্বের ম্যাচে। পরশু এস্টাদিও দা দ্রাগাও স্টেডিয়ামে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারায় পর্তুগাল। এই ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। আন্তর্জাতিক, ক্লাব ফুটবল মিলে তাঁর গোলের সংখ্যা ৮৫৭, যেখানে পর্তুগালের জার্সিতে করেছেন ১২৫ গোল ও আর ক্লাব ফুটবলে তিনি করেছেন ৭৩২ গোল। 

২০২২ ফুটবল বিশ্বকাপের পর অনেকে যেমন রোনালদোর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন, তারাই (ভক্ত-সমর্থক, ফুটবল বিশেষজ্ঞ) যেন এখন ভুল প্রমাণিত হচ্ছেন। পর্তুগিজ তারকা ফুটবলার এখন চ্যালেঞ্জ নিয়েছেন ১০০০ গোল করার। মূলত রোনালদো চ্যালেঞ্জ নিয়েছেন এফসি পোর্তোর সভাপতি হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। পিন্তোকে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘দেখা যাক কী হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন