বাড়িঘর ছাড়ার পরও হামলার শিকার গাজাবাসী
গাজার উত্তরাঞ্চলে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর আগে সেখানে বসবাসকারী বেসামরিক ফিলিস্তিনিদের সরে যেতে বলেছিল ইসরায়েল। তবে ইসরায়েলের হুমকিতে ফিলিস্তিনিদের অনেকে গাজার দক্ষিণাঞ্চলে সরে গিয়েও বোমা হামলা থেকে বাঁচতে পারেনি। গতকাল শনিবার গাজার দক্ষিণাঞ্চলের একটি চারতলা ভবনে বিমান হামলা হলে বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে এগিয়ে আসেন অন্য ফিলিস্তিনিরা। গাজায় ২৩ লাখ মানুষের বসবাস। সেখানকার বাসিন্দাদের জন্য এখন পর্যন্ত কোনো সহায়তা পৌঁছায়নি। সেখানে চিকিৎসাসামগ্রী এবং হাসপাতাল চালানোর জ্বালানিও ফুরিয়ে আসছে। গাজাবাসীর দুর্ভোগ নিয়ে এ ছবির গল্প।
ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া একটি ভবনে আগুন নেভানোর চেষ্টা করছেন এক ফিলিস্তিনি, গাজার খান ইউনিস এলাকা, ১৪ অক্টোবরছবি: এএফপি
বিমান হামলার পর এক শিশুকে বুকে নিয়ে নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গাজায় হামলা
- ঘর ছেড়েছেন