You have reached your daily news limit

Please log in to continue


পর্দায় আসছে প্যারিসের জীবন

প্রায় সিনেমার মতোই তাঁর পুরো জীবন। ২০০৩ সালে সাবেক প্রেমিক রিক সলোমনের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ক্লিপ অনলাইনে ফাঁস হয়। সেই এক ঘটনা প্যারিস হিলটনের জীবন পুরোপুরি বদলে দেয়। এর দিন কয়েক পরই মুক্তি পায় প্যারিসের সিরিজ ‘দ্য সিম্পল লাইফ’। রাতারাতি প্যারিস হিলটন হয়ে ওঠেন বহুলচর্চিত এক তারকার নাম। পরে তাঁর জীবনে ঘটেছে আরও নানা আলোচিত ঘটনা। সব এবার উঠে আসবে পর্দায়। বিনোদনবিষয়ক গণমাধ্যম এন্টারটেইনমেন্ট টুনাইট জানিয়েছে, প্যারিস হিলটনের জীবন নিয়ে এবার তৈরি হচ্ছে টিভি সিরিজ।

চলতি বছরের মার্চে প্রকাশিত হয় প্যারিস হিলটনের আত্মজীবনী'প্যারিস : দ্য মেমোয়ার'। বইটিতে নিজেকে নিয়ে জানা-অজানা বিভিন্ন বিষয়ের খোলামেলা বয়ান দিয়েছেন এই তারকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন