কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশুর বমির কারণ ও করণীয়

সমকাল প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ১২:১২

শিশুরা বিভিন্ন কারণে বমি করে। একেক বয়সের শিশু ভিন্ন ভিন্ন কারণে বমি করতে পারে।


নবজাতক


জন্মের পরপরই নবজাতক যদি বমি শুরু করে, তাহলে খাদ্যনালিতে জন্মগত ত্রুটি আছে কিনা নিশ্চিত হতে হবে। জন্মের দুই থেকে তিন সপ্তাহ পর যদি বমি শুরু হয়, বমির আগে পেটের ওপরের দিকে চাকা দেখা যায়, বমির রং সবুজ না হয় আর বমির পরপরই বাচ্চা আবার ক্ষুধার্ত হয়ে পড়ে, তাহলে খাদ্যনালির জন্মগত ত্রুটি বা পাইলেরিক স্টেনসিস হতে পারে। দুধ খাওয়ানোর পরপরই যদি বমি করে, তাহলে দেখতে হবে খাওয়ানোর পদ্ধতিতে কোনো ভুল হচ্ছে কিনা।


তিন মাস থেকে এক বছর


রোটা ভাইরাল ডায়রিয়া প্রথমে বমি দিয়ে শুরু হয়, পরে পাতলা পায়খানা হতে থাকে। তীব্র জ্বরে অনেক বাচ্চা বমি করে। শ্বাসনালির সংক্রমণে কাশির সঙ্গে বমি করতে পারে। পেট ফাঁপলে কিংবা গ্যাস হলে পেটব্যথার সঙ্গে বমি বমি ভাব বা বমি হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও