![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252Fbef85c0d-c64c-4785-8055-eadbd166f001%252FINDIAN_JOURNALST061742.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.3)
ভারতে কি সাংবাদিকতার দিন শেষের পথে
প্রথম আলো
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ১১:১৩
ভারতে গত কয়েক দিনে ৪৫ জনের বেশি সাংবাদিক, লেখক ও সমাজকর্মীর বাড়িঘর তল্লাশি করেছে সরকারের বিভিন্ন সংস্থা। আর্থিক দুর্নীতি খতিয়ে দেখতে তাঁদের কার্যালয়েও তল্লাশি অভিযান চালানো হয়।
ভারতে এমন ঘটনা নজিরবিহীন। একসঙ্গে ১২ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশের বিশেষ সেল, যারা সাধারণত ‘সন্ত্রাসবাদ ও সংঘটিত অপরাধ’-এর তদন্ত করে। গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস এ তথ্য জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
গণমাধ্যমের খবর থেকে জানা যায়, এ পর্যন্ত ৪৫ জনের বেশি সংবাদকর্মী তো তল্লাশি ও জেরার মুখে পড়েছেনই, এর বাইরে ভারতের খ্যাতিমান লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ২০১০ সালে দায়ের একটি মামলা আবার চালু করতে ১০ অক্টোবর অনুমতি দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। অরুন্ধতীর নামে অভিযোগ ছিল, তিনি ‘উত্তেজক’ ভাষণ দিয়েছেন।