কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অকারণ হর্ন: আইনের প্রয়োগ নেই, এবার সচেতনতায় জোর সরকারের

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৩৩

মহাখালীর কাকলী এলাকায় সড়কে শনিবার বিকেলে গাড়ির চাপ বেশ কম। মোটামুটি ফাঁকা সড়কে চলছে নির্বিঘ্নে যাতায়াত। এই অবস্থাতেও বনানী থেকে মহাখালী আমতলী পর্যন্ত এক কিলোমিটারের কম সড়কে একটি প্রাইভেট কারের চালক হর্ন বাজালেন ছয় বার।


আমতলী সিগন্যালে থামল গাড়িটি।


‘রাস্তা তো ফাঁকাই ছিল, কেন এতবার হর্ন দিলেন?’- প্রশ্ন শুনে চোখেমুখে বিরক্তি নিয়ে সেই চালক বললেন, “ডানে-বামে থেকে গাড়ি সামনে চলে আসে, এজন্য দিছি। আপনার সমস্যা কী?”


উচ্চ শব্দের হর্ন যে অন্যের সমস্যা করে, আর এই চালকের মত অন্যরাও যে তা পাত্তা দেয় না, তা চোখে পড়ে নিত্যদিনই।


দিন রাত সব সময় হর্নের অবিরাম শব্দে কান ঝালাপালা মানুষের। নির্ধারিত সর্বোচ্চ মাত্রার চেয়ে দ্বিগুণ বা তার চেয়ে বেশি শব্দে জীবন ওষ্ঠাগত, মেজাজ হচ্ছে তিরিক্ষি। ক্ষতি হচ্ছে শ্রবণশক্তির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও