কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মোরসালিনকে চান না কাবরেরা!

দেশ রূপান্তর প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ২১:০৪

মালদ্বীপের মাটিতে স্বাগতিকদের হার বঞ্চিত করে দু'দিন আগে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ বাছাইয়ের প্রথমপর্বের প্রথম লেগে ১-১ ড্রয়ে বেঁচে আছে পরের ধাপে খেলার আশা। সেক্ষেত্রে অবশ্য ১৭ এপ্রিল ঘরের মাঠে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এএফসির নিয়ম অনুযায়ী অ্যাওয়ে ম্যাচে গোল করার বাড়তি সুবিধা পাবে না বাংলাদেশ। ফলে গোলশূণ্য ড্র হলেও লাভ হবে না। কিংস অ্যারেনায় তাই জিততেই হবে। এমন 'মাস্ট উইন' ম্যাচের আগে ফুটবল অঙ্গনে একটা প্রশ্নই ঘুড়ছে, সেই ম্যাচের জন্য কী স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিনকে দলে ফেরাবেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হতাশ হতে হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, কোচ চান না গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে নতুন করে কাউকে যুক্ত করতে। তবে সরাসরি কোচের ভাবনাটা জানা যায়নি।


বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার পথে ৬৪ বোতল মদ নিয়ে অবৈধভাবে দেশে ফেরার পথে মোরসালিন ও রিমন ধরা পড়েন অন্য তিন সতীর্থের সঙ্গে। এই ঘটনায় ক্লাব তাৎক্ষনিকভাবে পাঁচ ফুটবলারকে সাময়িক বরখাস্ত করে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও কিংসের অনুসরণ করে বিশ্বকাপ বাছাইয়ের দলে রাখেননি খেলোয়াড়দের। তবে গোলকিপার আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, মোরসালিনদের অনুপস্থিতি মালেতে ১২ অক্টোবরের ম্যাচে ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও