বই পড়ার অভ্যাস কীভাবে গড়ে তুলবেন
দেশ রূপান্তর
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩, ১১:০৯
অনেকেই বলেন, ব্যস্ততার কারণে বই পড়তে সময় পান না। কিন্তু ব্যস্তময় এই জীবনে কীভাবে সময় বের করে বই পড়বেন, উপায়গুলো জেনে নিন।
দিনের মধ্যে অনেকটা সময় সোশ্যাল নেটওয়ার্কিংয়ে স্টেটাস আপডেট এবং প্রোফাইল দেখে নষ্ট করেন। দিনের মধ্যে যে পাঁচ মিনিট ফেসবুক বা টুইটারে কাটান, সেই পাঁচ মিনিটে বরং পছন্দের বইটির দুপাতা পড়ে ফেলুন। দেখবেন দিনে অন্তত ১০ থেকে ১২ পাতা বই পড়া হয়ে গিয়েছে।
- ট্যাগ:
- লাইফ
- বই পড়া
- বই পড়ার সুযোগ
- বই পড়ার উপকারিতা