![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-10%252F77e2564e-c0ef-4a1c-a43b-fae6f39c1106%252F1.webp%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত
লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক সাংবাদিক। গতকাল শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে আলমা আল–শাব এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই সাংবাদিকের নাম ইসাম আবদাল্লাহ। তিনি বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার ছিলেন। দায়িত্বরত অবস্থায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন তিনি।
এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, চলমান ফিলিস্তিন–ইসরায়েল সংঘাত লেবাবনেও ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।